০২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ প্রতিপাদ্য বিষয় "নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার" বিষয় নিয়ে উদযাপন উপলক্ষ্যে উৎসব মুখর পরিবেশে এবং আনন্দের সাথে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিভিন্ন সড়ক হয়ে উপজেলা পাবলিক লাইব্রেরি পর্যন্ত ওয়াকাথন ও পরবর্তীতে মুক্ত আড্ডার আয়োজন করা হয়। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সু্যোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব কফিল উদ্দিন মাহমুদ লংগদু মহোদয়। এছাড়াও অন্যান্য দপ্তরের দপ্তর প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, সমন্বয়ক ছাত্র সমাজ, সুপার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, স্থানীয় সাংবাদিক ও উপকারভোগীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিতিতে উদযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে দুইটি সেলাই মেশিন, এগারটি শীতবস্ত্র কম্বল, ৪০ হাজার টাকা ক্ষুদ্রঋণ, ও প্রতিবন্ধীদের পরিচয় পত্র সুবর্ণ নাগরিক কার্ড এবং ভাতার বহি বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস